*#Give me an educated mother, I will give you an educated nation ~Nepolean. *#Feel youself, Know yourself, you will know the world. *#Self confidence is the best power to improve. *#Education is the backbone of a nation. *#If you want to destroy a nation, destroy their all libraries. *#God is kind. *#Men is born to be free.

Friday, January 3, 2014

ওয়েব ডিজাইন এর প্রাথমিক ধারণা

ওয়েব ডিজাইনের প্রধান ভিত্তি হল এইচটিএমএল। এইচটিএমল আসলে কি জিনিস তা জানার পূর্বে আমাদের প্রথমে জানতে হবে ওয়েব ডিজাইন কি? ওয়েব ডিজাইন বলতে বোঝায় ওয়েব পেজগুলোর ডিজাইন তৈরি করা। একটি ওয়েব সাইট তার ওয়েব পেজগুলো কিভাবে প্রদর্শন করবে তা কতকগুলো নির্দেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর এইসব নির্দেশনা গুলোকে যে ভাষায় প্রকাশ করা হয় তাদের মধ্যে প্রাথমিক ভাষাটি হল এইচটিএমএল। এইচটিএমএল কে ওয়েব ডিজাইনের কঙ্কাল হিসেবে বিবেচনা করা যায়। কেননা এর মাধ্যমে ওয়েব পেজের বাহ্যিক কাঠামো নির্ধারণ করা হয়। বিস্তারিত জানার জন্য নিচের লিংকে ক্লিক করতে পারেন। লিংকটিতে একটি বই দেওয়া আছে। বইটির মাধ্যমে ওয়েব ডিজাইনের প্রাথমিক ধারণা পেতে পারেন। তবে আর বিশদভাবে জানতে হলে আপনি অবশ্যই এই ওয়েবসাইটটির সাহা্য্য নিন। 

No comments:

Post a Comment