প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো। ব্লগে আসার জন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আমি ব্লগটি তৈরি করেছি আমাদের সবার উপকারের জন্য। তোমরা হয়তো জেনে থাকবে ইতিমধ্যে আমি ক্লাসে সবাইকে এ ব্যাপারে বলেছি। ক্লাসে আমি তোমাদেরকে একটা প্রস্তাব দিয়েছিলাম। প্রস্তাবটা ছিল একটা তথ্য ও প্রযুক্তি বিষয়ক গ্রুপ তৈরি করার। তোমরা এ ব্যাপারে কি ভেবেছ কিংবা ভাবছ তা আমি জানিনা। তবে আমি অনেক কিছুই ভেবে ফেলেছি। এই ধর গ্রুপে আমরা তথ্য প্রযুক্তি নিয়ে আলোচনা তো করবই, সেই সাথে একাডেমিক বিষয়াবলী নিয়েও আলোচনা করব। এতে করে আমরা সার্বক্ষণিকভাবে পরস্পরের সাথে শেয়ার করতে পারব। ফলে আমরা একে অপরের কাছ থেকে সব বিষয় সম্পর্কে সাহায্য পাব। তাহলে কি হল! একদিকে আমরা তথ্য প্রযুক্তিগত দিক দিয়ে এগিয়ে গেলাম আর অন্যদিকে একাডেমিক শিক্ষাটাও এগিয়ে গেল।
তোমাদের নিশ্চয়ই মনে আছে ক্লাশে একদিন আমাদের এক স্যার বলেছিল আমাদের নাকি কোন মেধা নেই। সত্যি কি নেই? যদি মেধা নেই তবে কেন আমাদের ইঞ্জিনিয়ার বানানোর চেষ্টা ওনারা করছেন। যাহোক ওদিকে আর না যাই। যা বলার তা হল আসো আমরা দেখিয়ে দিই যে আমরাও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চেয়ে কম নই। একটা ভর্তি পরীক্ষা নির্ধারণ করে দিতে পারে না কে মেধাবী কে মেধাবী নয়। ভর্তি পরীক্ষার সময় আমরা অনেকেই অসুস্থ ছিলাম। সেটা হয়তো শারীরিকভাবে এবং মানসিকভাবে। এখন কথা হল আমরা যদি উন্নত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত সুবিধা পাই তাহলে আমরাও ভালো কিছু করে দেখাতে পারব। কিন্তু যেহেতু সেই সব সুবিধা আমাদের ভাগ্যে জুটবে না, কাজেই আমাদের নিজের থেকেই চালিয়ে যেতে হবে। তোমরা কি আমার সাথে একমত? যদি একমত হও তবে আমার সাথে প্লীজ যোগাযোগ কর। উপরে আমার মোবাইল নম্বর দেওয়া আছে। এখানেও দিচ্ছি: ০১৭৬৪৯৫৪২২৭। অথবা যোগাযোগ করতে পারো ফেসবুক কিংবা ইমেইলেও। উপরে দেখ আমার ফেসবুক ও জিমেইল আইডি দেওয়া আছে। এই পর্যন্ত যারা গ্রুপে যোগ দিতে চেয়েছে তাদেরও মোবাইল নম্বর দিয়ে দিয়েছি। তোমরা চাইলে তোমাদেরটাও উঠতে পারে।
উপকার: গ্রুপে অংশগ্রহণের উপকার কি? যদি এই প্রশ্নটা তোমাদের মনে উদয় হয়ে থাকে তবে আমি উত্তর হিসেবে বলছি এসো একবার গ্রুপটা তৈরি করেই দেখি। তখনই বুঝবে উপাকারি না অপকারি।
বি:দ্র: বামে যে লিংকগুলো দেখছ ওগুলো এখনো কার্যকরী নয়। ব্লগটির নির্মাণ কাজ এখনও শেষ হয়নি।